রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকমুরুল গোলচত্ত্বর এলাকায় পৃথক অভিযানে ফেনসিডল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে ঢাকাগামী দুটি বাসে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন বরিশালের বাঘেরগঞ্জ থানার কাঁঠালিয়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে শাহ আলম (২৯) ও মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কোরাপাড়া গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে আবু হুরাইরা (৩৩)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদির জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ও এসবি পরিবহনের দুটি বাসে পৃথক অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিল সহ শাহ আলম ও আবু হুরাইরাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।