নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঘটনা ঘটেছে। ফলে ঢাকার সাথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী থেকে মালবাহী একটি ট্রেন উল্লাপাড়া স্টেশনের কাছে এসে ইঞ্জিন লাইনচ্যুত হয়।
সিরজাগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনে এসে ইঞ্জিন উদ্ধারের পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে। আশা করা হচ্ছে ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।