সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণ, ২ যুবলীগ নেতা আটক !

0
24

নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের মহিষলুটি এলাকায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনায় ২ যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে মহিষলুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন- উপজেলার নওগা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাকুয়াদিঘী গ্রামের আবু তালেবের ছেলে আনিছুর রহমান আনিছ ও একই ইউনিয়নের যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক একই গ্রামের সাইদুর রহমানের ছেলে মো: মহির উদ্দিন।

তাড়াশ থানার ওসি তদন্ত ফজলে আসিক জানান, দুপুর ১২টার দিকে মহিষলুটি এলাকায় অভিযান চালিয়ে মহির ও আনিছকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নাটোরের গুরুদাসপুর থেকে তাড়াশে তার বোনের বাড়িতে বেড়াতে আসার জন্য মান্নাননগর এলাকায় বাস থেকে নামে এক কিশোরী। এ সময় ওই দুইজন তার বোন জামাইয়ের বন্ধু বলে সখ্যতা গড়ে তুলে বিদ্যাধর গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। পরে কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করে।