বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিমরানের ট্রেলারে ‘জুয়াড়ি’ কঙ্গনা !

নিউজ ডেস্ক:

প্রকাশিত হলো বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াতের আপকামিং ফিল্ম ‘সিমরান’-এর ট্রেলার। জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী ফের ফিল্মের হিরোর ভূমিকায়।

চ্যালেঞ্জিং এ ছবির ট্রেলারে বেশ ইতিবাচকই লেগেছে তাকে ।

এই ফিল্মে এক গুজরাটি ডিভোর্সির ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। তাঁর চরিত্রের নাম প্রফুল। যে জীবনযাপন করে নিজের শর্তে। আর নেশা জুয়া খেলা। রয়েছে হাত টানের স্বভাবও। সহরজসরল জীবনযাপনে বিশ্বাসী প্রফুলের চরিত্রের নানা দিক ফুটে উঠেছে ২ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারে। ট্রেলারই বলে দিচ্ছে এই ফিল্মে থাকছে প্রচুর মজা, অ্যাডভেঞ্চার ও বরাবরের মতো কঙ্গনার দুরন্ত অভিনয়।

প্রসঙ্গত, ছবিটির শুটিং এর অধিকাংশই হয়েছে আমেরিকার আটলান্টায়। এদিকে, মণিকর্নিকার সেটে তরোলায়ের কোপে আহত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন কঙ্গনা। সিমরানের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সিমরান’ এর পরিচালক হনসল মেহতা। তিনি জানিয়েছেন, গ্যাংস্টার করার পরই তিনি কঙ্গনাকে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কঙ্গনা তা খারিজ করেন। ‘সিমরান’ আগামী ১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular