নিউজ ডেস্ক:
সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাতকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাওহীদ আল আজাদ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মামুন শাকিল ওরফে বাপ্পি (২৩) এবং এজানুর রহমান ওরফে বিটু (২৬)। এদের মধ্যে শাকিলের তিনদিন এবং এজানুরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই শাহিন মোল্লা আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী শাহরিয়ার কবীর রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের রিমান্ডের আদেশ দেন।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাতকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সিটি ইউনিভার্সিটির ডেপুটি রেজিষ্টার ফারুক আহমদ সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ ৮/১০জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়।