সিঙ্গাপুরে ছারছীনা পীর, দেশবাসীর কাছে দোয়া কামনা

0
23

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনার পীর মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন।

এ সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ দোয়ার আবেদন বার্তাও দেয়া হয়েছে। এ আবেদন বার্তায় ছারছীনার হযরত পীর ছাহেব কেবলার আশু পরিপূর্ণ সুস্থতা, হায়াতদারাজি এবং পুনরায় দাওয়াত, তা’লীম, তালকীন ও সমাজ সংস্কার কাজে আত্ম-নিয়োগের তাওফীক কামনায় আগামী শুক্রবার সর্বোস্তরের বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নের্তৃবৃন্দ, কর্মী, সমার্থক, পীর ভাই, মুহিব্বীন এবং সর্বসাধারণ মুসলিম ভাইদের প্রতি দোয়া করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লা ও ছারছীনা দ্বিনীয়া বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী জানান, ছারছীনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বার্ধক্য জনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন আছেন। তিনি গত একমাস ধরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছে।

এতদুপোলক্ষ্যে আগামী ৫ জুলাই শুক্রবার দোয়া দিবস ঘোষণা করা হয়েছে। বাদ জুময়াহ্ সকল মসজিদের সর্বোস্তরের মুসল্লীদের নিয়ে খতম ও মীলাদান্তে দোয়া করতে এবং দৈনন্দিন সকল দোয়ায় হুজুর কেবলার সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ জানান তিনি।