অনলাইন ডেক্সঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন সমন্বয়ের সভাপতি ড. আতিউর রহমানের মতে, সিগারেটের মূল্যবৃদ্ধিতে ‘বিগ পুশ’ দরকার। তিনি বলেছেন, অল্প করে করে দাম বাড়ানোর ফলে সিগারেটের বিক্রি না কমে বেড়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে উন্নয়ন সমন্বয় আয়োজিত বাজেট-পরবর্তী নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান বলেন, মধ্যম স্তরের সিগারেট ২০১৯ সাল থেকে প্রতিবছরে বিক্রির পরিমাণ ১.৪ শতাংশ হারে বেড়েছে।
অল্প অল্প করে দাম বাড়ানোর ফলে সিগারেট বিক্রি কমে না, বরং বেড়েছে। তিনি বলেছেন, সিগারেটের কর ও দাম দুই-ই বাড়াতে হবে।
২০১৯-২০ অর্থবছরে সিগারেট বিক্রি হয়েছিল মোট ৬৭.৯৪ বিলিয়ন শলাকা। পরে প্রতিবছর গড়ে ৪ শতাংশ করে ২০২৩-২৪ অর্থবছর নাগাদ সিগারেট বিক্রির পরিমাণ দাঁড়ায় ৭৯.৩৩ বিলিয়ন শলাকা।