বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিংড়ায় মঞ্চ মাতালেন প্রতিমন্ত্রী পলক

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ গান গাইছেন পলক। এই পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে নবীন শিক্ষার্থীদের অনুরোধে গান গাইলেন তিনি। বিখ্যাত ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানটি গান তিনি।
নিজেদের অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে গাইতে দেখে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত শিক্ষার্থীরা।
বুধবার (১৯শে সেপ্টেম্বর) দুপুরে নাটোরের সিংড়ায় দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে সম্প্রসারিত আইসিটি ভবনের উদ্বোধনে আসেন প্রতিমন্ত্রী।
সিংড়ায় দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের চেয়ারম্যান হোসনে আরা বেগম, জেলা পর্যায়ের হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের উপ-পরিচালক কামরুল হাসান, জনসংযোগ কর্মকর্তা গোলাম কিবরিয়া, দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন আনু প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular