সিংড়ায় ইয়াবা-গাঁজাসহ মাদক বাবসায়ী আটক

0
14
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের সিংড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০পিস ইয়াবা ও ৫০গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬শে মে)  রাতে পৌর শহরে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত হলো, সিংড়ার আব্দুস সোবাহান, দুলেনা বেগম, রমজান আলী ও মনতাজ আলী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই শাহেদ, আনহার, সাজ্জাদুল ইসলামের নেতৃত্ব সিংড়া শহরের বিভিন্ন মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ৪ মাদক ব্যবসায়িকে ৩০পসে ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সারা দেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। সিংড়াতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যহত থাকবে।