বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সালমানের ইচ্ছাতেই ‘রেস-৩’ থেকে বাদ জন আব্রাহাম !

নিউজ ডেস্ক:

বলিউডের সুলতান তিনি। হালফিলের ‘টিউবলাইট’ বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেননি।
তাও তার মহিমাতেই ২০০ কোটি টাকা কামিয়ে ফেলেছে এই ছবি। বলিউড মানেই ভাইজানের আধিপত্য। যে আধিপত্যের ঠেলা হয়তো অনেকেই সামলে উঠতে পারেন না।

তবে বি-টাউনে কান পাতলেই শোনা যায়, সলমনের সঙ্গে সম্পর্ক তিক্ত হলে বলিউডে টেকা মুশকিল। সালমানের মর্জি অনুযায়ীই নাকি ঠিক হয় তার ছবির কাস্ট। আবার তার মর্জিতে বাদও চলে যেতে পারেন অতি বড় তারকাও। সূত্রের খবর বিশ্বাস করলে সম্প্রতি এমনটাই হয়েছে জন আব্রাহামের সঙ্গে।

আর এমন ঘটনা ঘটেছে ‘রেস ৩’ ছবির সৌজন্যে। শোনা গেছে, সালমানের সঙ্গে মনোমালিন্যের জন্যই ‘রেস’-এর তৃতীয় মৌশুম থেকে বাদ পড়তে হয়েছে জনকে। আর এটা হয়েছে বহু বছরের একটি বিবাদের জন্য।

ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে। ওয়ার্ল্ড ট্যুরে গিয়েছিলেন সালমান, জনসহ আরও কয়েকজন তারকা। সেখানে টাকা-পয়সা নিয়ে নাকি দুই তারকার মধ্যে ঝামেলা হয়। যার জেরে জন-সালমানের মধ্যে কথাবার্তাই বন্ধ হয়ে গিয়েছিল। পরে অবশ্য কিছুটা মিটমাট হয়। কোথাও দেখা হলে সৌজন্য বিনিময়ও হয়। কিন্তু চাপা একটা অসন্তোষ রয়েই গিয়েছে। আর তাই জন সালমানের অপছন্দের তালিকাতেই পড়ে গিয়েছেন। সে কারণেই তিনি চান না, ‘রেস ৩’-তে জনও থাকুক।

ইতিমধ্যেই নিজের বন্ধু সাইফকে হটিয়ে ‘রেস ৩’-র মুখ্য ভূমিকায় জায়গা করে নিয়েছেন সালমান। এবার জনকেও চান না তিনি। সুতরাং বলিউডের ‘রেস’-এ একাই ফিনিশিং লাইনে যেতে আগ্রহী এই ভাইজান। তবে তাতে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে বেশ ধন্দে বিশেষজ্ঞরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular