বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে- এসপি জাহিদ

চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:‘পুলিশের সাথে কাজ করি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সৃজনশীলতা প্রকাশের লক্ষ্য নিয়ে এ আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ এবং দেশের অগ্রগতির ধারক ও বাহক। মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুন্সী আবু সাঈফ, ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বলসহ পুলিশ কর্মকর্তারা।
বিতর্ক প্রতিযোগিতায় ‘সুস্থ বিনোদনই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে’ এ বিষয়ের পক্ষে-বিপক্ষে বিতর্কে অংশ নেয় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অপর দিকে, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কমিউনিটি পুলিশের ভূমিকা’ শীর্ষক বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ২৬ অক্টোবর সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিটে একযোগে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হবে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular