সাভারে নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার

0
2

সাভারের দত্তপুকুর এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে এক নারীর মাথা ও হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত কয়েক বছরেও এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেনি তারা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে ওই নারীকে হত্যা করে হয়ে থাকতে পারে।

এদিকে এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, প্রথমে আমরা মাথা ও হাতবিহীন একজন নারীর লাশ শনাক্ত করি। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খণ্ডিত মাথা ও হাত পাওয়া যায়।

যদিও এই ঘটনায় এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নৃশংস এই খুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।