সাফ অনূর্ধ্ব-২০ এর শিরোপা জিতেছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই ট্রফি নিয়ে দেশে ফিরে এসেছে যুবা ফুটবলাররা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নেপালের মাটিতে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ যুবা দল।
বয়সভিত্তিক ফুটবলের এই ক্যাটাগরিতে এর আগে আর কখনো শিরোপা জেতেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তরুণ ফুটবলারদের অসামান্য এই অর্জন নিশ্চিতভাবেই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে পুরো দেশে।
বুধবার শিরোপা জয়ের পরপরই অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবার ঘোষণা দিয়েছেন এই দলের সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী যুবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।