বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

সানি লিওনের অকাল মৃত্যু মানতে পারছেনা তাঁর ভক্তকুল

নিউজ ডেস্ক: আপডেট : ১০-০৫-২০২০

সানি লিওনের মৃত্যু…। হ্যাঁ ঠিকই পড়েছেন হেডলাইন। কোনও প্রিন্টিং মিসটেক নয়। তবে এই মৃত্যু চিত্রনাট্যের দাবি মেনে। আজ থেকে প্রয় বছর চার এক আগের কথা ।

সবাই ভুলে গেলে আজও ভুলিনি সানি লিওন

‘এক পহেলি লীলা’ ছবিতে সানির চরিত্রটির শেষ পর্যন্ত মৃত্যু হয়। আর সেটাই নাকি মেনে নিতে পারেননি তাঁর ভাই সন্দীপ সিংহ। তাই ছবিটা দেখতে বসেও তা শেষ করেননি তিনি।

বিষয়টা ঠিক কী?

সম্প্রতি এক সাক্ষাত্কারে সানিকে প্রশ্ন করা হয়, তাঁর অভিনয় কি তাঁর ভাই দেখেন? তার উত্তরে নায়িকা জানিয়েছেন, ‘‘ও একেবারেই বলিউডের ছবি দেখে না। তাও আমি এক পহেলি লীলা দেখতে বলেছিলাম। কিন্তু ও আমাকে বলল, এমন কোনও ছবি আমায় দেখতে বলিস না, যেখানে শেষ পর্যন্ত তুই মারা যাবি।’’

কিন্তু এ তো ভরপুর চিত্রনাট্য। ভবিষ্যতেই সানি এমন কোনও চরিত্রে অভিনয় করতেই পারেন যেখানে শেষ পর্যন্ত তাঁর চরিত্রটির মৃত্যু হবে। তাহলে কি তাঁর ভাই  সে সব ছবিও দেখবেন না? সানির কথায়, ‘‘আসলে আমরা বাবা-মাকে একদম সামনে থেকে মারা যেতে দেখেছিলাম। সে কারণ অনস্ক্রিন হলেও আমার মৃত্যু ভাই সহ্য করতে পারবে না।’’

Similar Articles

Advertismentspot_img

Most Popular