সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত ডিসি জহিরুল ইসলাম

0
3

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত আজকের যে পরিবর্তন, এ পরিবর্তনের প্রতিফলন চুয়াডাঙ্গার মানুষ দেখতে চায়। যদি কাজের পরিবর্তন না ঘটে, তাহলে মানুষ যদি দেখে সেই আগের মতোই কাজকর্ম চলছে, তারা বিড়ম্বনার শিকার হচ্ছে, তারা তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে না। তারা তখন অসন্তুষ্ট হবে। সেটা আমরা হতে দেব না। তখন আমি আমার মতো ব্যবস্থা নেব।’

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম খান আরও বলেন, ‘আমার কাজ পরিবর্তন বাস্তবতায় ফিরিয়ে আনা।’ তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘পুরো জেলার সমস্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনারা যেগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন এবং এ মতবিনিময় সভায় সমাজের দর্পন হিসেবে উত্থাপন করেছেন ও ধারণা দিয়েছেন, সে মোতাবেক কাজ করার চেষ্টা করব। পরিবর্তনের মানসিকতা নিয়ে এ জেলায় এসেছি, নিয়ত আছে, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।’

জেলা প্রশাসক মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে বলেন, ‘গোটা দেশের পরিবর্তন আমরা কাজে লাগাতে চাই। এ কাজে কোনো ব্যত্যয় ঘটবে না। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, তিথি মিত্র প্রমুখ। মতবিনিময় শেষে সংবাদকর্মীদের পক্ষে নবাগত জেলা প্রশাসকের হাতে ফুলের স্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সভায় সংবাদকর্মীদের পক্ষে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এবং দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি রাজীব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভি এবং দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল-আমিন, এনটিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মানিক আকবার, জিটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, চ্যানেল ২৪ ও ডেইলি ম্যাসেঞ্জারের রিপোর্টার রেজাউল করিম লিটন, দৈনিক সংগ্রামের এফ এ আলমগীর, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক শেয়ার বিজ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, দৈনিক আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা, এখন টিভির জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী, দৈনিক আকাশ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ লিটন প্রমুখ।