বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরু ও কাউন্সিলর আব্দুর রাজ্জাক সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিট আদালতে গৃহিত হবার পর এই মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরু ও পৗরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর আব্দুর রাজ্জাককে স্বীয় দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মাদ শামসুজ্জামান।

তিনি জানান সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাদের এ বহিস্কারাদেশ দেয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মীরু ও কাউন্সিলর রাজ্জাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এ ৩১ এর ১ ধারা মোতাবেক তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে পুলিশ আদালতে দাখিলের ৪২ দিন পর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিট আমলে নেন ১৩ জুন শাহজাদপুরের আমলী আদালত। এ দিন মামলার বাদী সাংবাদিকের স্ত্রী নুরুন্নাহার আদালতে উপস্থিত হয়ে পুলিশের দেয়া চার্জশিট সমর্থন করায় বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক তা আমলে নেন।

এরপর আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে শাহজাদপুর পৌরসভার মেয়র ও এক কাউন্সিলরের সাময়িক বহিষ্কারে আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রনালয়।

উল্লেখ্য ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরু’র পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করেন। এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়ার খবর আসে গণমাধ্যমে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। শিমুল হত্যায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।####

Similar Articles

Advertismentspot_img

Most Popular