সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ভারত, হুঁশিয়ারি চীনের !

0
26

নিউজ ডেস্ক:

ডোকলাম ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে চীন-ভারত। তারই জের ধরে ভারতকে আবারো হুঁশিয়ার করলো চীন। বলা হয়েছে, সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে, অবিলম্বে ডোকলামা থেকে সেনা সরাতে হবে ভারতকে।

এ ব্যাপারে চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং পিএলএ এর কর্ণেল রেন গুওকিয়াং জানিয়েছেন, চীন সমগ্র বিষয়টিতে কূটনৈতিক পন্থা নিয়েছে। কিন্তু এসব কিছুর একটা সীমা রয়েছে। ভারতকে তার স্পষ্ট বার্তা, দেরি করলেই যে ডোকালাম সমস্যার সমাধান হবে এমন ভুলে যেন ভারত না থাকে। চীনের জমিতে, কেউ ভাগ বসাতে পারবে না বলেও জানিয়ে দেন তিনি।

এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়েছেন, সীমান্তে শান্তির মাধ্যমেই সম্পর্কের উন্নতি হতে পারে।

উল্লেখ্য, ডোকালামে চীনের সড়ক নির্মানকে সমর্থন করেনি ভারত। তবে ভুটান একে স্বীকৃতি দিয়েছে। আবার চীনের মতে, এই এলাকা তাদেরই একটি অংশ। ভুটানের সঙ্গে ডোকালাম নিয়ে তাদের কোনো বোঝাপড়ায় তৃতীয় পক্ষ হিসেবে ভারতের ঢুকে পড়া অর্থহীন।