সহজেই দূর করুন চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ

0
8
সুন্দর চুল ও ত্বক যেমন নারীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠিক তেমনি চোখ যদি ফোলাবিহীন ও কালোদাগ মুক্ত হয়, তবে নারীর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। আর তাই তো চোখকে সুন্দর করে তোলার জন্য নারীদের চেষ্টার শেষ নেই।

কথায় আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। যারা চোখের কোলে কালো দাগ ও ফোলাভাব নিয়ে চিন্তায় রয়েছেন, ঘরোয়া কিছু উপকরণের সাহায্যেই দূর করতে পারেন এই দাগ। জেনে নিন:

শসার রস
শসা ও লেবুর রস একই অনুপাতে মেশান। এবার তাতে কটন বল ভিজিয়ে চোখের ওপর ১৫ মিনিট দিয়ে রাখুন

লেবুর রস
লেবু ভিটামিন সির উৎস। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও চোখের  কালো দাগ দূর করে।

ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশ চোখের চারপাশের ত্বক টানটান রাখতে সাহায্য করে, বলিরেখা কমায় । এছাড়াও চোখের মাস্ক হিসাবে বেশ কার্যকর।
ফ্রিজে রাখা ঠান্ডা দুটি ডিমের সাদা অংশ ভালো করে ফাটিয়ে নিন।
সাথে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন।
এবার একটি ব্রাশ ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে চোখের নিচে লাগান।
১০- ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
ভাল ফল পাওয়ার জন্য প্রতিদিন এটি ব্যবহার করুন।

টি ব্যাগ
রোজ গ্রিন টি খাওয়ার পরে টি ব্যাগগুলো ফেলে দেবেন না। টি-ব্যাগ ব্যবহার করার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর তা চোখ বন্ধ করে ১০মিনিট চোখের উপর রেখে দিন। নিয়মিত ব্যবহার করলেই টি ব্যাগের গুণেই চোখের নিচের কালি দাগ মুছে যাবে

অ্যালোভেরা জেল
ত্বকের যেকোনো সমস্যার সমাধানে অ্যালোভেরা জেল সত্যিই অভূতপূর্ব কাজ করে। চোখের নিচে অ্যালোভেরা জেল মাখলে চোখের কালো দাগ দূর হবে। অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান কালো দাগ দূর করে।

নারকেল তেল
চোখের চারপাশে নারকেল তেল ম্যাসাজের ফলে ত্বক কোমল হয় ও বলিরেখা দূর হয়। রাতে ঘুমনোর আগে চোখের চারপাশে নারকেল তেল ম্যাসাজ করতে পারেন। নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাবেন।

টমেটোর রস
চোখের নিচের কালি দাগ তুলতে পার্লারে যাওয়ার দরকার নেই। বাড়িতে যদি টমেটো থাকে, তা হলে আর কোনো চিন্তা নেই। টমেটোর রস তৈরি করে তার মধ্যে খানিকটা লেবুর রস মিশিয়ে নিয়ে চোখের নিচে লাগাতে পারেন। উপকার পাবেন।

রোজ ওয়াটার
একটি বাটিতে পরিমাণ মতন রোজ ওয়াটার নিন।
এখন একটি কটন প্যাড, রোজ ওয়াটারে কয়েক মিনিট রেখে ভালোভাবে ডুবিয়ে নিন।
এখন কটন প্যাডটি কয়েক মিনিট পর তুলে আপনার বন্ধ চোখের আইলিডের উপর ১৫ মিনিট রেখে দিন।
দৈনিক ২ বার এই প্রসেসটি ফলো করুন। এছাড়া  আপনাকে মানতে হবে কিছু নিয়ম যেমন:

* প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন।
* প্রচুর পরিমাণে পানি পান করুন। এটি শরীর হাইড্রেইড রাখতে সাহায্য করবে।
* চোখের ব্যায়াম করুন।
* চোখের মেকআপ সঠিক পদ্ধতিতে তুলুন।
* দুশ্চিন্তা কম করবেন।