সর্বোচ্চ মুনাফা বিপিসির, লোকসানি প্রতিষ্ঠান বিপিডিবি !

0
30

নিউজ ডেস্ক:

চলতি ২০১৬-১৭ অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন অ-আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সর্বোচ্চ লোকসানের সম্মুখিন হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত বিপিসির নীট মুনাফা ৭ হাজার ৩৩৪ কোটি ১৩ লাখ টাকা। অন্যদিকে, ওই একই সময়ে পিডিবি ৫ হাজার ১৪১ কোটি ২৭ লাখ টাকা লোকসানের সম্মুখিন হয়েছে।

যদিও চলতি বছরে বিপিসির মুনাফা কমেছে ১ হাজার ৭০৬ কোটি ৫৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটি গত ২০১৫-১৬ অর্থবছরে ৯ হাজার ৪০ কোটি ৭ লাখ টাকা মুনাফা অর্জন করেছিল।

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে লোকসানের ক্ষেত্রে ঠিক বিপরীত চিত্র দেখা গেছে। পিডিবির লোকসান ১ হাজার ২৭৪ কোটি ৫১ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। গত ২০১৫-১৬ অর্থবছরে নীট লোকসান ছিল ৩ হাজার ৮৬৬ কোটি ৭৬ লাখ টাকা।

এদিকে সবচেয়ে কম মুনাফাধারী প্রতিষ্ঠান হলো- বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট (বিএসআরআই)। প্রতিষ্ঠানটি মাত্র ৫ লাখ টাকা নীট মুনাফা অর্জন করেছে। অন্যদিকে সবচেয়ে কম লোকসান দিয়েছে বিলুপ্ত বাংলাদেশ জুট করপোরেশন (বিজেসি)। প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ ৫৯ লাখ টাকা।

বর্তমানে দেশে অ-আর্থিক রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান রয়েছে ৪৫টি। এর মধ্যে শিল্প ও বাণিজ্য খাতে নয়টি প্রতিষ্ঠান, বিদ্যুৎ, গ্যাস ও পানি সেবায় পাঁচটি প্রতিষ্ঠান, পরিবহণ ও যোগাযোগ ক্ষেত্রে সাতটি, কৃষি খাতে দুটি, নির্মাণ খাতে পাঁচটি ও সেবা খাতে ১৭টি প্রতিষ্ঠান রয়েছে।

অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো সবমিলিয়ে ৬ হাজার ৬১৬ কোটি ৬৮ লাখ টাকা নীট মুনাফা করেছে। পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ৮৭০ কোটি ৪ লাখ টাকা মুনাফা অর্জন করেছে।

অন্যান্য সংস্থার মধ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের নীট মুনাফা বৃদ্ধি পেয়ে ৯২৩ কোটি ৪৪ লাখ টাকা হয়েছে। মুনাফা কমেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। সংস্থাটির ২০১৫-১৬ অর্থবছরের নীট মুনাফা ৫৫৬ কোটি ২৫ লাখ টাকা থেকে হ্রাস পেয়ে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৫৩৯ কোটি ৮৪ লাখ টাকা।

অন্যদিকে চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ব সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পর (বিপিডিবি) দ্বিতীয় সর্বোচ্চ লোকসানি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটির এপ্রিল পর্যন্ত লোকসানের পরিমাণ ৯৭৫ কোটি ৩ লাখ টাকা। প্রতিষ্ঠান গত ২০১৫-১৬ অর্থবছরে ২০২ কোটি ২০ লাখ টাকা লোকসান করেছিল।

লোকসান কমেছে বাংলাদেশ পাটকল করপোরেশনের। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত পাটকল করপোরেশনের নীট লোকসান ৬৫৬ কোটি ৩০ লাখ টাকা থেকে কমে ৫৩০ কোটি ৮৯ লাখ টাকা হয়েছে।