পাকিস্তানে সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে, যার মাধ্যমে সরকারি চাকরিতে মৃত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা কোনো ধরনের পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই নিয়োগ পেতেন। শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির সুপ্রিম কোর্টের ২০২৪ সালের ১৮ অক্টোবরের রায় অনুযায়ী এই ব্যবস্থা বাতিল করা হয়েছে।
সংস্থাপন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তবে নিহত কর্মচারীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী সহায়তা প্যাকেজের আওতায় অন্যান্য সুবিধা পেতে পারবেন।
এছাড়া, সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। সুপ্রিম কোর্টের রায় পূর্ববর্তী নিয়োগগুলোতে কোনো প্রভাব ফেলবে না।
পাকিস্তানের শীর্ষ আদালত এই কোটা ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছিল, কারণ এটি বৈষম্যমূলক এবং অসাংবিধানিক বলে বিবেচিত হয়েছে।