‘সবকিছু আইন দিয়ে হয় না’, শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা

0
3

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানতে চায়নি সরকার।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মো. তৌহিদ হোসেন ভারতে শেখ হাসিনার আশ্রয়ের প্রসঙ্গে বলেন, সব কিছু আইন দিয়ে হয় না। ভারত তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে আছেন।

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকারের লঙ্ঘনের ঘটনার নির্মোহ নিরপেক্ষ তদন্ত করতে চায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

তিনি বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এখনো কাজ শুরু করেনি। তারা সপ্তাহখানেকের মধ্যে কাজ শুরু করবে। তারা একটু পাবলিসিটি এড়িয়ে চলতে চায়, জিনিসটা শেষ করার আগে তারা কিছু বলতে চায় না।

news24bd.tv/SHS