সন্ত্রাসীদের লালন করছে জার্মানি: এরদোগান !

0
25

নিউজ ডেস্ক:

জার্মানি সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। তিনি অভিযোগ করে বলেন, জার্মানির হাতে সন্ত্রাসীদের কয়েক হাজার ফাইল পাঠানো হয়েছে।

সন্ত্রাসীদেরকে তুরস্কের হাতে তুলে দেয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু তাতে সহযোগিতামূলক কোনো সাড়া দেয়নি জার্মানি।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কৃষ্ণ সাগর পাড়ে রিজ প্রদেশে এক সম্মেলনে এরদোগান খুব স্পষ্ট ভাষায় বলেন, জার্মানি সন্ত্রাসীদের লালন করছে। আমরা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের কাছে ৪৫০০ ফাইল দিয়েছিল (সন্ত্রাসীদের)। কিন্তু তার একটি ফাইলেরও জবাব পাইনি। এ বিষয়ে বার বার তাদেরকে বলেও কোনো লাভ হয়নি। তবে তুরস্কের প্রেসিডেন্টের এ অভিযোগ অস্বীকার করেছে জার্মান সরকারের এক সূত্র।

প্রসঙ্গত, এমনিতেই জার্মানির সঙ্গে তুরস্কের বিরোধ রয়েছে। তার ওপর প্রেসিডেন্ট এরদোগানের এমন মন্তব্য পরিস্থিতিকে আরো উত্তেজিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।