সংসদ ও জনগণের মাঝে সেতুবন্ধনের কাজ করে গণমাধ্যম: স্পিকার !

0
23

নিউজ ডেস্ক:

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদের কার্যক্রম জানার অধিকার রয়েছে জনগণের। এক্ষেত্রে সংসদ ও জনগণের মাঝে সেতুবন্ধনের কাজ করে গণমাধ্যম।
সংবাদপত্রের মাধ্যমে সংসদ সদস্য ও জনগণ একে অপরের সাথে কথা বলে।

গতকাল সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত পার্লামেন্ট নিউজ বিডি ডট কম অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সংসদ হচ্ছে সকল কর্মকান্ডের কেন্দ্র বিন্দু। রাষ্ট্রের সকল কর্মই জনগণ কেন্দ্রিক ও জনগণের স্বার্থেই পরিচালিত হওয়া উচিত।

সংসদীয় চর্চা ও পদ্ধতি সম্পর্কে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সম্যক ধারণায় সমৃদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সংবিধান ও কার্যপ্রণালী বিধি দ্বারা সংসদ কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। এ ক্ষেত্রে বস্তনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের আহবান জানান তিনি।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, সঠিক সংবাদ পরিবেশন সংসদ সদস্যদেরকে আরও ভালো কাজের প্রেরণা যোগায়, সংসদ সদস্যদের সাথে ভুল বোঝাবুঝির অবসান ঘটায়।