সংঘাত ছেড়ে সংলাপের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল

0
29

নিউজ ডেস্ক:

সংঘাত ছেড়ে সমঝোতার পথ বের করে সংলাপের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য করতে সংঘাত ছেড়ে সমঝোতায় পথ খুঁজে বের করে সংলাপের ব্যবস্থা করুন।

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি সংঘাতে জড়াতে চায় না। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার সমঝোতার পথে আসবে। আমরা সমঝোতার পথ খোলা রাখতে চাই। ’

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা গণতন্ত্রের উপর এবং মানবতার বিরুদ্ধে হামলা বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাওয়া ও আসার পথে ফেনীতে বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহরে হামলা সুপরিকল্পিত ঘটনা। তবে তার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছেন। তারপরও আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিত ও প্রশ্রয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। ’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধরী প্রমুখ উপস্থিত ছিলেন।