সংকট নিরসনে জাতিসংঘের সহযোগিতা চাইল কাতার !

0
26

নিউজ ডেস্ক:

সৌদি জোটের সঙ্গে কাতারের চলমান সংকট নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে কাতার।  নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ আহবান জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল থানি।

প্রায় একমাস আগে সৌদি আরব নেতৃত্বাধীন বেশ কয়েকটি আরব রাষ্ট্র কাতারের ওপর যে অবরোধ আরোপ করেছে, তা তুলে নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদকে তিনি অনুরোধ জানিয়েছেন।

আল থানি বলেন, ‘আমি নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি এবং তাদের কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানানোর অনুরোধ করেছি। ‘

তিনি আরো বলেন, ‘চলমান পরিস্থিতির অবসানে সব পক্ষকে একটি গুরুতর সংলাপে বসাতে উৎসাহিত করার চেষ্টা করছে কাতার। ‘

প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে সাক্ষাতের মাত্র একদিন পরই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক করলেন আল থানি।

উল্লেখ্য, গত ৫ জুন সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কাতারের প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসরসহ বেশ কয়েকটি রাষ্ট্র দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যদিও কাতার বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: আল জাজিরা