নিউজ ডেস্ক:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) ধানমন্ডিসহ নগরজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও সোয়াট টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
আজ সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শোক দিবসে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষকে শৃঙ্খলার সঙ্গে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন আছাদুজ্জামান মিয়া বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, সাংসদসহ সামরিক ও বেসামরিক এবং কূটনীতিকদের নিরপত্তায় পোষাকে ও সাদা পোষাকে পুলিশ ও র্যাব সদসরা থাকবে।