শুক্রবারের প্রথম হজ ফ্লাইটও বাতিল ভিসা জটিলতায় !

0
34

নিউজ ডেস্ক:

ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে পবিত্র হজ গমনেচ্ছুদের আজ শুক্রবার সকালের ফ্লাইটটিও বাতিল করেছে বাংলাদেশ বিমান।

আজ সকাল ৬টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি ৩০৩৯) ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদির জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অর্ধেক যাত্রীই ভিসা না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে।

তবে ভিসা থাকা সত্ত্বেও শুক্রবারের বিজি ৩০৩৯ ফ্লাইটে যারা যেতে পারছেন না তাদের অন্য ফ্লাইটে পাঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুক্রবার বিমানের নির্ধারিত অন্য ফ্লাইটগুলো হলো- বিজি ১০৩৯, বিজি ৫০৩৯, বিজি ৭০৩৯ ও বিজি ১০৪১।