শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

শুক্র-শনি বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় !

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জুলাই থেকে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

গতকাল সোমবার দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি হবে শুক্র ও শনিবার। এ নতুন সময়সূচি আগামী ১৬ জুলাই রোববার থেকে কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এমএ বারী বলেন, আগে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত যখন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন তখনই সিন্ডিকেটে এ সময়সূচি পাস হয়। দীর্ঘদিন পর এটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস রুমের যে সংকট রয়েছে তা লাঘব হবে।

তিনি আরো বলেন, ক্লাস রুটিন পরিবর্তনের বিষয়ে বিভাগগুলোকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অনেক সময় অফিস সময়ের বাহিরের শিক্ষকগণ ক্লাস নিয়ে থাকেন। এজন্য ক্লাস-পরীক্ষার সময়ের বিষয়টি বিভাগ ও বিভাগের শিক্ষকরাই ঠিক করে নিবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular