বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

শিল্পকলার সাবেক মহাপরিচালকের অনুগতদের কক্ষ যেন ‘টাকার খনি’

শিল্পকলা একাডেমিতে দুর্নীতি অভিযোগ বেশ আগে থেকে। স্বৈরাচার সরকারের আমলে টানা ১৩ বছর এই একাডেমির দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর লাকীকে অপসারণ করা হয়। লাকী এখন শিল্পকলায় না থাকলেও তার অনুগতদের অফিসে টাকার খনি পাওয়া যাচ্ছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম শিল্পকলায় তল্লাসি করে এসব টাকার সন্ধ্যান পায়।

অভিযানে গিয়ে শিল্পকলার দায়িত্বে নিয়োজিত কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ ও ওই বিভাগের কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজরের তালাবদ্ধ কক্ষে তল্লাশি চালিয়ে নগদ ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

তল্লাশি কার্যক্রম চলাকালে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়লে একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

ইতোপূর্বে সাবেক মহাপরিচালকের কক্ষে তল্লাসি চালিয়ে নগদ ২ লাখ এবং কালচারাল অফিসার এম মোস্তাক হোসেনের কক্ষে তল্লাসি চালিয়ে নগদ ২০ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার বিষয়ে অভিযুক্তরা সঠিক কোনো জবাব দিতে পারেনি।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর অভিযুক্ত লাকীসহ তার অনুগত সুবিধাভোগী ও অপকর্মের সহযোগী মোট ১০ জন কালচারাল অফিসারকে ওএসডি করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular