দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে ২০২০ সালের আলিম পরীক্ষার ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা সম্প্রতি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিতভাবে টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন।
এতে অভিযোগ করা হয়েছে, করোনাকালে মন্ত্রণালয় আলিম পরীক্ষা নিতে না পারায় বোর্ড শিক্ষার্থীদের ফরম ফিলাপের আংশিক টাকা ফেরত দেয়। কিন্তু তখনকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। শিক্ষার্থীরা বারবার টাকা চাইলে তিনি ভয় দেখিয়ে বিদায় করেন।
এ বিষয়ে মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দিন জানান, তখনকার কোনো নথি মাদ্রাসায় নেই এবং কতজন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল বা টাকা ফেরত পেয়েছে কি না তিনি জানেন না।
শিক্ষার্থীদের লিখিত আবেদন অনুযায়ী, ২০২০ সালে ৩১ জন ছাত্র-ছাত্রী বোর্ডে ৪৫ হাজার ৩৪৫ টাকা জমা দেয়। পরীক্ষা না হওয়ায় সেই টাকা বোর্ড থেকে ফেরত দেওয়া হয়। তবে আরিফুজ্জামান তা শিক্ষার্থীদের ফেরত দেননি।
এ বিষয়ে জানতে আরিফুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, আরিফুজ্জামান দায়িত্বে থাকাকালে ১৩টি পদে ঘুসের বিনিময়ে প্রায় ৮০ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।