বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শিওমী মি মিক্স প্রিবুকিং গ্রামীণফোনে, মূল্য ৬৯৯৯০ টাকা মাত্র !

নিউজ ডেস্ক:

দেশের বাজারে এযাবৎকালের সর্বোচ্চ মূল্যমানের শিওমী ফোন প্রিবুকিং শুরু হলো গ্রামীণফোন ই-স্টোরে। ৬৯৯৯০ টাকা মূল্যমানের শিওমী মি মিক্স যেকোন চায়নিজ ব্র্যান্ডের মধ্যে দামের দিক দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। ধারবিহীন মি মিক্স অবশ্য প্রযুক্তির দিক দিয়েও অতীতের চায়নীজ ব্র্যান্ডেড ফোন থেকে অনেক ধাপ এগিয়ে।

শিওমী বর্তমানে বৈশ্বিক মোবাইল ফোন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে সর্বশক্তি নিয়োগ করেছে। সাশ্রয়ী স্মার্টফোন দিয়ে যাত্রা শুরু করে এখন সর্বাধুনিক প্রযুক্তির পণ্য বিপণনে হাত দিয়েছে। ৬ গিগাবাইট র্‌যাম, ২৫৬ গিগাবাইট রম স‌হ ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লের এই ফোন সেই প্রচেষ্টারই অংশ। মি মিক্স চারটি ভিন্ন সংস্করণে বিদ্যমান থাকলেও গ্রামীণফোন বিপণন করছে এই চারটির মাঝে সবচেয়ে অগ্রসর ফোনটিই। ৯ই মার্চ থেকে ফোনটি প্রিবুকিং দিলে উপ‌হার হিসেবে মিলবে ফ্রি ডেটা, মি ব্যান্ড ২, টি-শার্ট ইত্যাদি। আগামী ২৮ শে মার্চ থেকে গ্রাহকের কাছে পৌছে দেয়া হবে শিওমী মি মিক্স।

Similar Articles

Advertismentspot_img

Most Popular