শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি সোনা উদ্ধার !

0
25

নিউজ ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১৬ গ্রাম ওজনের ২২টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। এসব সোনার দাম প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।

সোমবার বিমানের সিটের পেছনে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডিল থেকে এসব সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির  এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, দুবাই এয়ারলাইন্সের এফজেড ৫৮৩ বিমান (সিট নং ২৪ এফ) থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ৫৫২ গ্রাম সোনা উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

গোপন সংবাদ পেয়ে সব যাত্রী নেমে যাওয়ার পর বিমানের ভেতর কয়েক দফা প্রচেষ্টায় একটি সিটের পেছনের অংশের মধ্যে থকে হলুদ স্কচটেপে মোড়ানো এসব সোনা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কাস্টমসের নজর এড়াতে স্বর্ণ চোরাচালানিরা বিমানের সিটের ভেতর লুকিয়ে রেখে চলে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।