নিউজ ডেস্ক:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুই অভিযানে প্রায় চার কেজি সোনা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
গত বৃহস্পতিবার ঢাকা কাস্টমস ও শুল্ক গোয়েন্দা পৃথক অভিযান চালিয়ে ওই সোনা উদ্ধার করে। সংস্থার সংশ্লিষ্ট দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, শুল্ক গোয়েন্দা সকালে মালয়েশিয়া থেকে আসা বিজি ০৮৭ এর দুই যাত্রীর কাছ থেকে চারটি করে মোট আটটি স্বর্ণবার জব্দ করে। যাত্রীরা হলেন- জাবিন খান ও মো. আব্দুল খালেক। এর মধ্যে জাবিন খানের জুতার ভিতর থেকে চারটি ও খালেকের হ্যান্ডব্যাগ থেকে চারটি করে মোট আটটি স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার ওজন ৮০০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য ৪০ লাখ টাকা। তাদের দুজনকেই আটক করা হয়েছে।
অন্যদিকে ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, বিমানবন্দরে আসা একটি থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং টিজি ৩২১) যাত্রীর নিকট থেকে তিন কেজি সোনা উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। গোপন সংবাদের ভিত্তিতে মালয়েশিয়া থেকে আগত যাত্রী শাখাওয়াত হোসেনের ব্যাগেজ স্ক্যান করে বাদামি স্কচটেপ পেচাঁনো দুটি প্যাকেট থেকে ১০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার ও ১ কেজি ওজনের দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মোট ওজন তিন কেজি। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। আটককৃত যাত্রী পেশায় ওয়েল্ডিংমিস্ত্রী ।