শাহজাদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

0
32

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে মাহমুদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু উপজেলার কায়েমপুর ইউনিয়নে চিতুলিয়া দক্ষিনপাড়া গ্রামে সাব্বিরের পুত্র।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সাথে নতুন পানিতে গোসল করছিল। গোসল শেষ করে বাড়ী ফেরার সময় তার অন্যান্য বন্ধুরা মাহমুদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করতে থাকতে।

পরে আশাপাশের লোকজন এসে খুঁজে তার লাশ দেখতে পায়। পরে শাহজাদপুর পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।