শাহজাদপুরে কাল বৈশাখী ঝড় দু‘দিন হল খোলা আকাশের নিচে অনেক পরিবার

0
34

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ   শনিবার শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড বেগে কাল বৈশাখী ঝড় বয়ে গেছে। এতে উঠতি আধাপাকা ইরি-বোরো ধান, সব্জি ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া , অর্ধশত কাঁচা বাড়িঘর, ২ শতাধিক গাছপালা ভেঙ্গে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদুৎ স ালন লাইন। এ ছাড়া ঝড়ে বসত ঘর উড়ে যাওয়ায় পৌর শহরের রূপপুর নতুনপাড়ার উড়িরচর এলাকার মাদ্রাসা সংলগ্ন কয়েকটি পরিবার গত দু‘দিন হল খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে ভিজে মানবেতর জীবন যাপন করছে। রোববার দুপুরে রূপপুর গ্রামে গিয়ে দেখা যায়, হতদরিদ্র তাঁত শ্রমিক আবু বক্কারের স্ত্রী আলেয়া খাতুন ক্ষুধার্থ সন্তানদের মুখে আহার তুলে দিতে কাঠফাটা এ দুপুরে শুন্য ভিটায় খোলা আকাশের নিচে বসে কুড়িয়ে আনা শাক রান্না করছে। এ ছাড়া ক্ষতিগ্রস্থ আব্দুর রাজ্জাক ও ইসমাইল হোসেনের পরিবারেও চলছে একই অবস্থা। তারা অভিযোগ করেন, গত দু‘দিনেও কেউ তাদের কোন খোঁজ খবর নেয়নি। ফলে তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন।
অপর দিকে এ ঝড়ে শাহজাদপুর উপজেলার দিলরুবাবাস স্ট্যান্ডর কাছে ঢাকা-পাবনা মহাসড়কের ওপর একটি গাছ উপড়ে পরলে এ মহাসড়কে দুই  ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায়  উপড়ে পড়া গাছটি অপসারণ করলেরাস্তাটি দুই ঘন্টা পর এ সড়কে যানবহণ চলাচল স্বাভাবিক হয় ।
উপজেলা কৃষি বিভাগ জানায় এ কালবৈশাখী ঝড়ে  ১৩টি ইউনিয়ন ও পৌরসভার সর্বত্রই কম বেশি ক্ষয় ক্ষতি হয়েছে। এর মধ্যে পোতাজিয়া , কায়েমপুর, গাড়াদহ ইউনিয়ন ও পৌর এলাকার রূপপুর, শান্তিপুর ,পাড়কোলা, আন্ধারকোটাপাড়া ও মনিরামপুর গ্রামে বেশি ক্ষতি হয়েছে।
এ ঝড়ে শাহজাদপুর সরকারি কলেজের ৫০ বছরের পুরোন একটি আমগাছ ভেঙে পরেছে। সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতির শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম জুলফিকার রহমান জানান, এ ঝড়ে শাহজাদপুর পৌর এলাকা সহ উপজেলার ১৩ টি ইউনিয়নে বিদ্যুতের খুটি ও স ালন লাইনের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইনের  মেরামতির কাজ চলেছে। ইতিমধ্যে ৫০ ভাগ এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। বাকি কাজ চলছে।