শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

শহীদ বুদ্ধীজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা !

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি :

শহীদ বুদ্ধীজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন জেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংগঠনসহ রাজনৈতিক ব্যক্তি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহরের কলেজ মোড় বধ্যভূমিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,সহসভাপতি আব্দুল হালিম, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরাসহ দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা মুক্তিযোদ্ধা, জেলা আইনজীবী সমিতি, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুল-কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে সম্মেলন কক্ষে সকাল ১০টার সময় জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল,সাবেক এমপি জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular