শপথ নিচ্ছেন ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্ট নানা !

0
40

নিউজ ডেস্ক:

ঘানার ক্ষমতাশীন প্রেসিডেন্ট জন মাহামাকে নির্বাচনে পরাজিত করে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট নানা আকুফো অ্যাডডো শপথ নিচ্ছেন। তিনি গত মাসে নিউ প্যাট্রিউটিক পার্টির নেতৃত্ব দিয়ে দেশটির ক্ষমতাশীন প্রেসিডেন্ট জন মাহামাকে নির্বাচনে পরাজিত করেন। তার শপথ নেওয়ার কথা আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়।

জানা যায়, ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে আফ্রিকার ১১টি দেশের রাষ্ট্রপ্রধানসহ ছয় হাজারের বেশি অতিথি অংশ নেবেন। এ উপলক্ষে দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির সাবেক মানবাধিকার বিষয়ক আইনজীবী ৭২ বছর বয়সী নানা তিনবারের প্রচেষ্টায় প্রেসিডেন্ট হওয়ার এ গৌরব অর্জন করেন।