এর আগে লিবিয়ার পূর্বাঞ্চলের ব্রেগা তীর থেকে গত দুইদিনে বেশ কয়েকজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়। স্থানীয় উদ্ধারকর্মীদের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মৃতদেহ ব্রেগা উপকূলে ভেসে আসে।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিলো।
এর আগে গত ৩০ জানুয়ারি লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্রেগা উপকূলে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছিলো, ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ভেসে এসেছে।
লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার অবৈধ অভিবাসন রুটে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। সাম্প্রতিক এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও অভিবাসন সংকটের ভয়াবহতা সামনে এনেছে।