লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪র্থ শ্রেণির ছাত্রের মৃত্যু !

0
42

নিউজ ডেস্ক:

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পারুলিয়া রেলস্টেশনের পাশে এ ট্রেনে কাটা পড়ে মাসুম আলী নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মাসুম আলী উপজেলার পারুলীয়া এলাকার আমির হোসেনের পুত্র এবং পারুলীয়া চাঁন মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
হাতীবান্ধা রেলস্টেশন মাস্টার নুরনবী সরকার প্রতিনিধিকে জানান, মাসুম স্কুল থেকে বাড়ি ফেরার পথে পারুলীয়ায় বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে লালমনিরহাট রেল পুলিশকে অবগত করেছেন বলে তিনি বলেন।