লাল বিকিনিতে সোশ্যাল সাইটে ঝড় তুলেছেন এই অভিনেত্রী !

0
30

নিউজ ডেস্ক:

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ বাঙালি অভিনেত্রী টিনা দত্ত। হিন্দি ধারাবাহিকের দৌলতে তিনি অবশ্য ইচ্ছা নামেই বেশি পরিচিত।

এই চরিত্রই তাঁকে পৌঁছে দিয়েছিল দর্শকদের ড্রয়িং রুমে। বাড়ির মেয়ে থেকে বউমা ‘ইচ্ছা’, তাঁর সুখ দুঃখে শামিল হয়েছিল দর্শকও। কিন্তু ইচ্ছা শেষ হওয়ার পর আর কোনও ধারাবাহিকে সেভাবে দেখা যায়নি টিনাকে।

এখন আর অভিনয় নয়, মডেলিংয়ে লাক ট্রাই করছেন টিনা। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেরকমই কিছু ফটোশুটের সিজলিং ছবি। লাল বিকিনি ও ফ্যাশনেবল টুপিতে টিনার এই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ছবির ক্যাপশনও বেশ চমকপ্রদ। লাস্যময়ী টিনা জানিয়েছেন তাঁর নতুন প্রেমের কথাও। বিদেশি হাতঘড়ি ড্যানিয়েল ওয়েলিংটনের প্রেমে পড়েছেন টিনা।

ছোটবেলা থেকেই অভিনয়ের জগতে রয়েছেন টিনা। ছ’বছর বয়স থেকেই ক্যামেরার সামনে। ‘সিস্টার নিবেদিতা’ নামের এক বাংলা ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেছিলেন অভিনেত্রী। এছাড়াও বহু ধারাবাহিক এমনকী সিনেমাতেও দেখা গেছে তাঁকে। তার মধ্যে অন্যতম ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’।