বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লাঙ্গল প্রতীক নিয়ে যেকোন দলের প্রার্থীর সঙ্গে নির্বাচন করতে প্রস্তুত আলাউদ্দিন মৃধা

নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আসন্ন ঈদ-উল-আযহার পর থেকে নির্বাচনী ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাপার এমপি প্রার্থী নাটোর জেলা জাপার সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা।
বৃহস্পতিবার (১৬ই আগষ্ট) এক বার্তায় অধ্যাপক আলাউদ্দিন মৃধা বলেন, ঈদ উল আযহার পর থেকে নির্বাচনী ঐক্য গড়ে তোলা হবে। এজন্য (বড়াইগ্রাম – গুরুদাসপুর) দুই উপজেলার নেতাদের সাংগঠনিক শক্তি তৈরীর জন্য ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে। এবং ইউনিয়ন সম্মেলন করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।
নির্বাচনী ঐক্য গড়ে তোলার কারণ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী ঐক্য গড়ে তোলা হবে যাতে পল্লীবন্ধু এরশাদের হাতকে আরো শক্তিশালী করা যায় ও আগামী একাদশ জাতীয় নির্বাচনে লাঙ্গলের বিজয় নিশ্চিত করার জন্য এ ঐক্য গড়ে তোলা হবে তিনি জানান।
এ আসনে লাঙ্গলের মনোনয়ন কে পাবেন এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আলাউদ্দিন মৃধা বলেন, এ আসনে দলের মনোনয়ন চেয়েছি আমি ও সাবেক এমপি আবুল কাশেম সরকার। স্যার আমাকে আশির্বাদ করেছেন ও বলেছেন নির্বাচনী এলাকায় দলকে শক্তিশালী করার জন্য ও সাধারণ মানুষের পাশে থাকার জন্য। আমি স্যারের নির্দেশ মত দলকে শক্তিশালী করার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছি এবং সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে লাঙ্গলের পক্ষে ভোট প্রার্থনা করছি। এখন স্যার (এরশাদ) যদি আমাকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে যোগ্য মনে করেন ও মনোনয়ন দেন তবে আমি সাধারণ মানুষের ভালবাসা নিয়ে যে কোন দলের প্রার্থী সঙ্গে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular