লাইভ শোয়ের মাঝে নারীর ঠোঁটে চুমু খেলেন গায়ক, বিতর্কের মুখে যা বললেন

0
6
আবার শিরোনামে জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। তাও তাঁর উদ্ভট আচরণের জন্য। চরম কটাক্ষের শিকার হতে হল গায়ককে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে উদিত নারায়ণ মঞ্চে পারফর্ম করছেন। আর তার ফাঁকে সেখানে উপস্থিত নারী অনুরাগীদের জাপটে ধরে চুমু খাচ্ছেন বর্ষীয়ান গায়ক! বাদ গেল না লিপ কিসও!

যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, উদিত নারায়ণ তাঁর জনপ্রিয় এবং হিট গান টিপ টিপ বরসা পানি গাইছেন। আর তিনি যখন মঞ্চে পারফর্ম করছেন তখন অনেক নারীরাই মঞ্চের নিচে এসে জড়ো হন। দূর থেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক। গাইতে গাইতেই মাটিতে বসে নিচু হয়ে তাঁদের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু এরপরই ঘটান সেই কাণ্ড। একজন নারীর সঙ্গে গায়ে হাত দিয়ে সেলফি তোলেন আর তারপরই কয়েকজনের গালে চুমু খেতে থাকেন। তবে কোনও পুরুষ সেলফি তুলতে এলে বিশেষ পাত্তা দেন না তিনি।

ভিডিওর শেষে দেখা যাচ্ছে, এক নারী তাঁর সঙ্গে সেলফি তুলতে এসেছেন। অন্যান্য ক্ষেত্রে গায়ক নারীদের চুমু খান। কিন্তু এই নারী যেই নিজে গায়ককে চুমু খেতে চান তিনি উল্টো সেই নারীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। আজকালকার চলতি ভাষায় যাকে ‘কুইকি’ বলে, সেই চটপট একটা লিপ কিস সেরে ফেলেন উদিত নারায়ণ সুযোগ বুঝে। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গায়কের এই কাণ্ড।

উদিত নারায়ণের এই কাণ্ড দেখে রীতিমত ছিছিকার পড়ে গেছে নেটপাড়ায়। কেউ কেউ যদিও আবার মশকরা জুড়েছে। এক ব্যক্তি লেখেন, ‘বয়স তো কম হল না, এবার থামুন।’ আরেকজন লেখেন, ‘বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে?’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘আশা করব এটা এআই (AI) নির্মিত নয়। যদি বাস্তব হয় তাহলে যতটুকু যা সম্মান ছিল সব নিজেই নষ্ট করলেন।’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘অসভ্যতার এক শেষ। মেয়েগুলোও বা কী?’ পঞ্চম ব্যক্তি লেখেন, ‘আহা উনি তো গাইছেন যে ওর মন বশে নেই। কী করবেন আর?’ কেউ কেউ আবার ছবি দিয়ে দেখান যে উনি এর আগেও সুযোগ বুঝে এমন কাণ্ড ঘটিয়েছেন, ছাড় দেননি শ্রেয়া ঘোষাল বা অলকা ইয়াগনিকের মতো গায়িকাদের।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিতর্ক নিয়ে মুখ খুললেন উদিত নারায়ণ। গায়ক সাফাইয়ের সুরে জানালেন, ‘ভক্তরা এত পাগল হয় যে কী বলি! আমরা এমন মানুষ নই। আমরা খুবই ভদ্র। কেউ কেউ আমাদের এটা করতে উৎসাহ দেন, এভাবেই আমাদের প্রতি তাঁদের ভালোবাসা জানান। এগুলোতে ইন্ধন জুগিয়ে কী হবে? ভিড়ে কত মানুষ থাকেন। আমাদের দেহরক্ষীরা থাকেন। কিন্তু ভক্তরা ভাবেন একবার দেখা করার সুযোগ পেয়েছি যখন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করি, হাতে চুমু খাই। এগুলো সবই ওদের পাগলামি। এতে এত নজর দেওয়ার মতো কিছু হয়নি।’

উদিত নারায়ণ আরও জানান, ‘আমার পরিবারের ভাবমূর্তি এমন স্বচ্ছ যে সবাই চায় একটা বিতর্ক তৈরি হোক। আমার ছেলে আদিত্য (আদিত্য নারায়ণ, গায়ক) চুপচাপ থাকে। কোনও বিতর্কে জড়ায় না। কিন্তু আমি যখন মঞ্চে গান গাই তখন দর্শকদের মধ্যে একটা পাগলামি কাজ করে। ওরা আমায় ভালোবাসেন। আমাদেরও তো ওদের খুশি করতে হয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস