লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান মাসুম বিল্লাহ ওরপে লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। (আজ) বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, রাত ৩টার দিকে স্থানীয় সন্ত্রাসী কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে নিহত হয় বহিনী প্রধান সন্ত্রাসী মাসুম। এসময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্তুজ ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়। নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি এলাকার মাওলানা হাফিজ উল্লাহ’র ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন জানান, রাত ৩টার দিকে সদর উপজেলা বালাইশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে ওই এলাকায় যায় টহল পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওই এলাকার একটি সুপারি বাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী লাদেন মাসুমের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়। স্থানীয় সন্ত্রাসী কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।