মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-
প্রাপ্ত ভোট গণনায় লক্ষ্মীপুর সদর আসনে বিদ্রোহী প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু, কমলনগরে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন বাপ্পী ও রামগতি উপজেলায় বিদ্রোহী প্রার্থী শরাফ উদ্দিন আজাদ নৌকার প্রার্থীদের পরাজিত করে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া জেলার রামগঞ্জ ও রায়পুর উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী মনির হোসেন চৌধুরী ও রায়পুর উপজেলায় নৌকা প্রতীকে অধ্যক্ষ মামুনুর রশিদ বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে লক্ষ্মীপুর সদর আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দিন টিপু দোয়াত কলম প্রতীকে ৫২১০০ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকে আবুল কাশেম চৌধুরী পেয়েছেন ৩৮১০২ ভোট।
রায়পুর উপজেলায় আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকে অধ্যক্ষ মামুনুর রশিদ ৩৬৬৮৩ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫৩৩৯ ভোট।
রামগতি উপজেলায় বিদ্রোহী প্রার্র্থী শরাফ উদ্দিন আজাদ কাপ পিরিচ প্রতীকে ২১২৭৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াহেদ নৌকা প্রতীকে পেয়েছেন ১৬৪২৮ ভোট।
কমলনগর উপজেলায় দোয়াত কলম প্রতীকে উপজেলা যুবলীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী মেজবাহ উদ্দিন বাপ্পী ১৪৫৫৯ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের আওয়ামীলীগ নেতা নুরুল আমিন মাষ্টার পেয়েছেন ১২৪৬১ ভোট।
রামগঞ্জ উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামীলীগ নেতা মনির হোসেন চৌধুরী ৮৭২৭০ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এনপিপি’ নেতা সিরাজ মিয়া আম প্রতীকে পেয়েছেন ২৩৭০ ভোট।