মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধি:- লক্ষীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রপের সংঘর্ষে ৭ নেতা কর্মী আহত। সোমবার বিকালে উপজেলার কেরোয়া ভূঁইয়ার হাট এলাকার বিএনপি নেতার মায়ের কুলখানিতে বসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলো- পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি বেলায়েত হোসেন (৪২), পৌর যুবদলের সাধারণ সম্পাদক নুরে হেলাল মামুন (৩৮), সহ সভাপতি মো. এয়ার মো. অপু (৩৫), রুবেল (২৫) ও কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুন নবী কিষান (২২)সহ ৭ নেতাকর্মী আহত হয়েছেন।
এদের মধ্যে মামুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ল²ীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, দুপুরে কেরোয়া ইউনিয়ন যুবদলের সদস্য রনী ভূঁইয়ার মায়ের কুলখানী অনুষ্ঠানে ল²ীপুর জেলা বিএনপির সভাপতি ও রায়পুরের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত হয়। এসময় তাঁর সাথে রায়পুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদরসহ বিপুল পরিমান নেতাকর্মীরা ছিলেন। অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি বেলায়েত হোসেন ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক নুরে হেলাল মামুন হাতাহাতি হয়। এর জের ধরে অনুষ্ঠান শেষে ভূঁইয়ার হাট এলাকায় বেলায়েতের ছেলে কলেজ ছাত্রদলের সভাপতি কিষান ও যুবদল নেতা মামুন গ্রæপের সাথে সংঘর্ষে উভয় দলের ৭ নেতাকর্মী আহত হয়।