র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পঁচিশ ও পাইলট বাবু নিহত !

0
18

নিউজ ডেস্ক:

নারায়ণঞ্জের রূপগঞ্জ ও মিরপুরের বেড়িবাঁধ এলাকায় গুলিতে দুইজন নিহত। র‍্যাব বলছে, বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন এবং তারা শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।

৯ জুলাই, সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেনেভা ক্যাম্পের নাদিম ওরফে পঁচিশ (৩৫) ও মিরপুরের পাইলট ওরফে পাইলট বাবু (৩৫)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

ওই ক্ষুদে বার্তায় বলা হয়েছে, সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রূপগঞ্জ এলাকায় র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে নাদিম ওরফে পঁচিশ নিহত হয়।

অন্যদিকে ভোর ৪টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় অপর একটি বন্দুকযুদ্ধের ঘটনায় পাইলট ওরফে পাইলট বাবু নিহত হয়েছেন।

ওই ক্ষুদে বার্তায় আরও জানানো হয়, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।