বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রোহিঙ্গা শিশুদের টিকা দেয়া শুরু

বিপ্লব নাথ (চট্টগ্রাম) : মিয়ানমার থেকে আসা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের টিকা দেয়ার কর্মসূচি শুরু করা হয়েছে। তাদের মাঝে নানা সংক্রামক ব্যাধি থাকতে পারে এবং সংক্রামক রোগ সৃষ্টি হতে পারে এমন আশংকায় ক্যাম্পে এ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার সকালে ৯টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার সিভিল সার্জন ডা. আবদুল সালাম।
তিনি জানান, মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আসছে তাদের অধিকাংশই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এদের মধ্যে সংক্রামক ব্যাধি থাকতে পারে। বিশেষ করে শিশুদের এসব ছোঁয়াচে রোগ হতে পারে। এতে রোহিঙ্গা শিশুদের থেকে সংক্রামক রোগ বাংলাদেশের স্থানীয়দের মাঝে ছড়াতে পারে। এমন ধারণায় স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচাতে এবং স্থানীয়দের মাঝে যাতে সংক্রামক রোগ ছড়াতে না পারে সেজন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এতে সহযোগিত করছেন ইউনিসেফ।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রঞ্জন বড়ুয়া রাজন গণমাধ্যমকে জানান, ৬ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে হাম রুবেলা (এমআর) এবং শূন্য থেকে ৫ বছরের সকল শিশুকে পোলিও টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকল রোহিঙ্গা শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular