রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ দিতে বৃহস্পতিবার কক্সবাজার যাচ্ছেন এরশাদ !

0
23

নিউজ ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামী বৃহস্পতিবার কক্সবাজার যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার জাপা চেয়ারম্যানের সহকারী ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার স্যারের (এরশাদ) যাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় যাওয়ার কারণে তিনি যাবেন না। তিনি বৃহস্পতিবার যাবেন। পরদিন শুক্রবার ঢাকায় ফিরবেন। তার সঙ্গে জাপার অন্য নেতাদের যাওয়ার কথা রয়েছে বলেও তিনি জানান।