নিউজ ডেস্ক:
প্রবাসে ঈদে আনন্দের চেয়ে কষ্টই বেশি অনুভূত হয়। তবুও পরিবার-পরিজন দেশে রেখে প্রবাসেই অনেকের ঈদ পালন করতে হয়। কাজের চাপে অনেকে আবার ঈদের নামাজ পর্যন্ত আদায় করার সুযোগ পায় না।
ইতালীর রাজধানী রোমের প্রবাসী বাংলাদেশীদের বিরাট একটি অংশের বসবাস কর্ণেলিয়া-বাতিস্তিনি অঞ্চলে। সকলে ঈদের আনন্দ একসাথে উদযাপন করতে না পারলেও ঈদ পরবর্তী পুনর্মিলনীতে সবাই মিলিত হয়েছেন আনন্দ ভাগাভাগি করতে। গত ৯ জুলাই ঈদ পরবর্তী এ আনন্দ উৎসবে উপস্থিত হয়েছিলেন রোমের বিভিন্ন অঙ্গনের ব্যাক্তিবর্গ। আয়োজকরা বলেন, আমরা সারা বছরই কোন না কোন অনুষ্ঠানের আয়ােজন করে থাকি। এ বছর ঈদের আনন্দ ভাগাভগি করতে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন। খুব শিঘ্রই এ অঞ্চলের সকলের সমন্বয়ে বৃহদাকারে অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠানের শেষপর্বে আমন্ত্রিত অতিথিরা শিশুদের নৃত্য আর লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ উপভোগ করেছেন।