রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

0
9

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলান্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকির কথা জানানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইট রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের  জরুরী অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে।

প্লেনে কোন বোম্ব থ্রেট আছে কি না তা জানতে প্লেনটিতে বোমা ডিস্পোজাল ইউনিটসহ যৌথবাহিনী যাচ্ছে।